March 23, 2025 | Sunday | 12:16 AM

কিডন্যাপারের হাত থেকে সোনা এবং রুপাকে বাঁচাতে এবার আসরে নামল দীপা!

0

এক কালে বাংলা টপার”অনুরাগের ছোঁয়া” ধারাবাহিকের টিআরপি সম্প্রতি কমে গেছে। দর্শকদের অপেক্ষা, সূর্য ও দীপার মিলন। সূর্য ও দীপার মাঝে সমস্যার কারণ মিশকা। সূর্য সোনা-রূপাকে নিজের কাছে নিয়ে যায়। দীপা সোনা-রূপাকে খুঁজতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাক্রমে দীপার চিকিৎসা সূর্যই করে। এসবের মধ্যেই সোনা-রূপাকে কিডন্যাপাররা অপহরণের চেষ্টা করে। দীপা তাদের থেকে সোনা-রূপাকে উদ্ধার করে। সূর্যও আসে।

কিডন্যাপার সূর্যের গলায় ছুরি ধরে। দীপা প্ল্যান করে সূর্যকে বাঁচাতে। সোনা-রূপা পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। কীভাবে দীপা সূর্যকে বাঁচাবে? আসছে ধামাকাদার পর্ব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *