কুমার শানুর দুর্গাপুজোয় তারকার সমাবেশ! রইল ছবি
বাঙালি যেখানেই থাকে, সেখানেই দুর্গাপুজো হয়। মুম্বইতেও ধুমধাম করে দুর্গাপুজো হয়। এবারের পুজো উদ্বোধন করলেন প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো এবার দ্বিতীয় বর্ষে পড়ল। এই পুজো কুমার শানুর পুজো বলেই পরিচিত। কারণ, তিনিই এই পুজোর উদ্যোক্তা।
গত চার দশক ধরে মুম্বইতে থাকলেও বাঙালি সংস্কৃতি ভোলেননি কুমার শানু। তাই প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন করেন তিনি। এবারের পুজোর উদ্বোধন করতে এসে ধর্মেন্দ্র বলেন, “বাঙালি সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখার জন্য কুমার শানুর মতো মানুষদের আমরা অভিবাদন জানাই।”
পুজোর উদ্বোধন শেষে ধর্মেন্দ্র এবং কুমার শানু একসঙ্গে দেবী দুর্গার আরাধনা করেন। এছাড়াও, পুজোয় উপস্থিত ছিলেন আরও অনেক তারকা, যেমন অভিজিৎ ভট্টাচার্য, রানি মুখার্জি, কাজল, অজয় দেবগন, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।