December 8, 2024 | Sunday | 2:15 AM

কুস্তিগিরদের উপর পুলিশি নিপীড়ন এবং নজরুলকে ‘অচ্ছুত’ করার বিরুদ্ধে নবদ্বীপে এপিডিআরের পথসভা

0

গোপাল বিশ্বাস, TODAYS বাংলা:

কুস্তিগিরদের উপর রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে, ভারতের সংসদ ভবনকে গৈরিকীকরণের বিরুদ্ধে, নবদ্বীপসহ দেশের অন্যত্র কবি নজরুলকে ‘অচ্ছুত’ করার বিরুদ্ধে নবদ্বীপ শহরের রানীর ঘাট এলাকায় অনুষ্ঠিত হলো এপিডিআর নবদ্বীপ শাখার পক্ষ থেকে এক পথসভা।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এপিডিআরের রাজ্য সহ-সম্পাদক মৌতুলী নাগ সরকার, সহ সংগঠনের নবদ্বীপ শাখার বিভিন্ন নেতৃত্ব ও সদস্য, সদস্যারা।

এদিনের কর্মসূচী থেকে মানবাধিকার কর্মী প্রতাপ চন্দ্র দাস বলেন, ” আমাদের দেশের বর্তমান শাসক মোদি সরকার হলো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট এবং অবশ্যই উগ্র হিন্দুত্ববাদের প্রমোটার। সংবিধানে বর্ণিত ‘ধর্মনিরপেক্ষতা’র আদর্শকে অবমাননা করে ধর্মীয় পুজো যাগযজ্ঞের মধ্য দিয়ে সংসদ ভবন উদ্বোধন করে ‘গণতন্ত্র’কে হত্যা করে ‘ধর্মতন্ত্র’ ওরফে ‘হিন্দুত্ববাদ’ প্রতিষ্ঠা করলেন। এই সরকার ধর্ষকদের হয়ে পথে নামে, অথচ ধর্ষিতাদের সঠিক ন্যায় বিচার দিতে পারে না। এই সরকার মানুষের বেঁচে থাকার অধিকার কেঁড়ে নিচ্ছে প্রতিনিয়ত। রাষ্ট্রের এই অমানবিকতার বিরুদ্ধে সকলকে আরও বেশি করে প্রতিবাদে সোচ্চার হতে হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *