December 8, 2024 | Sunday | 1:16 AM

কেকেআর: প্লে-অফে উঠে ফুরফুরে ক্রিকেটাররা, ভাইরাল ‘জিন্ধ কাধ কে’ নাচ!

0

কলকাতা: এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে উঠেছে কেকেআর। নিশ্চিত হয়ে গেছে প্রথম স্থানও। এই সাফল্যে বেশ ফুরফুরে মেজাজে কেকেআরের ক্রিকেটাররা। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাদের নাচের ভিডিও।

‘জিন্ধ কাধ কে’ গানে নাচ

নীতীশ রানা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি ছাড়াও হর্ষিত রানা, সূযশ শর্মা এবং রমনদীপ সিংহ রয়েছেন। প্রত্যেককেই কালো চশমা এবং বড় আকারের টি-শার্ট পরতে দেখা গিয়েছে। ‘জিন্ধ কাধ কে’ নামে একটি জনপ্রিয় গানের সঙ্গে নেচে ‘রিল’ বানিয়েছেন তাঁরা।

গুয়াহাটিতে অনুশীলন

গুজরাতের বিরুদ্ধে আমদাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর কলকাতায় ফিরে এসেছিল কেকেআর। সেখানে দু’দিন অনুশীলন করেছে তারা। শুক্রবারই দল চলে গেছে গুয়াহাটিতে। শনিবার অনুশীলন রয়েছে। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে তারা।

ফিল সল্টহীন রাজস্থান ম্যাচ

রাজস্থান ম্যাচে কেকেআর পাবে না ফিল সল্টকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে তিনি দেশে ফিরেছেন।

সল্টের বিশ্বাস, কেকেআর হবে চ্যাম্পিয়ন

চলতি আইপিএলে কেকেআরের হয়ে ১২টি ম্যাচে ৪৩৫ রান করেছেন সল্ট। পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে তাঁর দল। সল্ট চান, তিনি না থাকলেও দল আইপিএল জিতুক। তিনি বলেছিলেন, “আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি। আশা করছি দল যে ভাবে খেলেছে, আগামী দিনেও সে ভাবেই খেলবে। আমরাই চ্যাম্পিয়ন হব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *