December 8, 2023 | Friday | 9:33 PM

“কেন যে মেয়েটাকে বিয়ে করতে গেল”, বিয়ের পর রাস্তায় ভিক্ষে করছেন মিঠাইয়ের এই অভিনেতা?

0

কলকাতার বুকে ফাঁকা রাস্তায় এক সুপুরুষ কালিঝুলি মেখে হাতে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে তিনি রাস্তাতেই শুয়ে পড়লেন। অনেকে আবার সেই কালিজুরি মাখা মুখ দেখে চিনতে পেরেছেন অনেকে আবার পারেননি। সদ্যই বিয়ে সেরেছেন বাংলা সিরিয়ালের অভিনেতা উদয়প্রতাপ সিংহ অনামিকার সঙ্গে।

আইনি মতে পরিবার এবং কিছু বলিষ্ঠ বন্ধুদের সম্মুখে তারা বিয়ের সারেন। অভিনেতায় ভিডিও পোস্ট করে নিজেই লিখেছেন বিয়ের দুমাস পরেই পথে বসল অভিনেতা উদয় আবার তার জন্য ধন্যবাদ জানিয়েছেন বন্ধুকে। আসলে সবটাই মজার ছলে করা।

অবশ্য স্ত্রী অনামিকা উদয়ের এই মজার ছলে করা ভিডিওতে শামিল হয়েছেন। তিনি লিখেছেন বাই বাই আর বাড়ি ফিরতে হবে না। তাদের এই মন্তব্য দেখে অনেকেই আবার মন্তব্য করেছেন তাহলে বিয়েটা করার দরকার কি? আবার কেউ লিখেছেন তার পক্ষেই এরকম বলা সম্ভব। যদিও কারুর মন্তব্যে কোনরকম উত্তর দেননি স্বামী এবং স্ত্রী। তারা এখন চুটিয়ে কাজে ব্যস্ত সিরিয়ালে।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *