কোথায় কাঁকন? সত্যি কথা না বললে কপালে দুঃখ আছে! উৎসবকে বন্দুক ঠেকিয়ে জেরা করছে জগদ্ধাত্রী
জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।জগদ্ধাত্রী তার শাশুড়ি মাকে জানিয়ে দিল সে শুধু মাত্র স্বয়ম্ভুকে একটা পরিবার দিতে চায়। সাথে এও জানিয়ে দিল তার নিজের ছেলে উৎসব যদি বেশি ডানা ঝাপটায় তাহলে টানা কেটে দিতে জগধাত্রীর বেশিক্ষণ সময় লাগবে না। খুব ভালো করে সেটা উৎসব জানে।
জগদ্ধাত্রী এবং তার পুরো টিম তুষার তীর্থ তলা পাত্রের ছেলেদের জ্ঞানকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তুষার তীর্থ তলা পাত্র ফোন করে জগদ্ধাত্রীকে জানাই সে কোনভাবেই তাদেরকে নিয়ে যেতে পারবে না, কারণ পুরো জায়গা গিড়ে ফেলেছে তার লোকেরা দূর থেকে জগদ্ধাত্রীকে তাক করে গুলি করতে যাবে ঠিক এমন সময় স্বয়ং বাঁচিয়ে নিল তাহলে গুলিটা কার লাগলো ?
কার্তিককে ডাকা হয়েছে জগদ্ধাতাত্রীর অফিসে কিন্তু সেখানেও না গলিয়ে ফেলেছে তুষার তীর্থ তলা পাত্র এবং তার ছেলে। কার্তিক প্রথমে বলে বসে সে তাদের সঙ্গে নেই কিন্তু তারপরে সেই গ্রুপের সঙ্গে যেতে বাধ্য হয়।