কোনচৌকি সারদা গার্ডেন রিক্রিয়েশন ক্লাব – এর এবারের থিম ‘পৃথিবীর সব থেকে বড় দেবী ঘট’
TODAYS বাংলা: কোনচৌকি সারদা গার্ডেন রিক্রিয়েশন ক্লাব এবারে ২১ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “শ্রদ্ধাঞ্জলি”। তবে এবারে তাদের থিম হল ‘পৃথিবীর সব থেকে বড় দেবী ঘট’। তাদের এই থিমের ভাবনার দেবী শক্তির উৎসস্থল হলো দেবী ঘট , দেবী প্রতিমা ভিন্ন হতে পারে কারণ মায়ের রূপ আমাদের কল্পনার উপর নির্ভর করে কিন্তু ঘটের আকার আকৃতি প্রায় একইরকম থাক এবং পুজো আসলে ঘটেই হয় আমরা যদি শুধু ঘট পুজো করি তাতেও মায়ের পুজো করা হয়। জুলাই মাস থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন মানতা ইলেকট্রিক । শিল্পী হিসেবে রয়েছেন শিবাশিস মাইতি। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে রক্তদান , বৃক্ষ রোপন , রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান , বসে আঁকো প্রতিযোগিতা , বিভিন্ন ধরণের খেলা ইত্যাদি।