September 20, 2024 | Friday | 12:29 PM

কোন পুজোর মন্ডপে কেমন ভিড়? জানতে আপনার সাহায্য করবে কলকাতা পুলিশ!

0

কলকাতায় দুর্গাপূজার সময় পুজোমণ্ডপে ঠাকুর দেখতে গেলে কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, কোথায় কত ভিড় হয়েছে, এই তথ্য সরাসরি জানাচ্ছে কলকাতা পুলিশ। তাদের ফেসবুক পেজে বুধবার থেকে এই সরাসরি সম্প্রচার শুরু হয়েছে।

এই সম্প্রচারে কলকাতার বড় বড় ১৬ থেকে ১৭টি পুজোর তালিকা দেখানো হচ্ছে। প্রতি পুজোর নামের পাশে থাকছে অপেক্ষার সময়। কতক্ষণ আগে ওই সময়ের তথ্য আপডেট করা হয়েছে, তা-ও থাকছে নীচে।

এই উদ্যোগের ফলে দর্শনার্থীরা পুজোমণ্ডপের পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন। সেই অনুযায়ী তারা কখন কোন পুজো দেখতে যাবেন, সে সিদ্ধান্ত নিতে পারবেন।কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, এই উদ্যোগ দর্শনার্থীদের জন্য খুবই উপকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *