December 9, 2024 | Monday | 4:32 PM

কোভিড লড়াইয়ের অকথিত কাহিনী ফুটে উঠল এবার বইয়ের পাতায়, আজই সংগ্রহ করুন ‘লকডাউনের ক্ষত’

0

কোভিড মহামারীর লড়াইয়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের অকথিত কাহিনী নিয়ে প্রকাশিত হলো শুভঙ্কর দে-র বই ‘লকডাউনের ক্ষত’। দে’জ পাবলিশার্স প্রকাশিত বইটি উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম।

বইটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার সহ বিশিষ্টরা। বইমেলায় প্রথম কপিটি সাংবাদিক ও লেখক কুণাল ঘোষের হাতে দে’জ পাবলিশার্স এর তরফে তুলে দেন শুভঙ্কর দে। ছিলেন বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরজিৎ দে এবং চিত্র সাংবাদিক বন্ধু পিন্টু প্রধান।

বইটিতে ৪৫টি পেশার মানুষের জীবনযাত্রার উপর কোভিড মহামারীর প্রভাব তুলে ধরা হয়েছে। চিকিৎসক, নার্স, পুলিশ, ফায়ার ব্রিগেড কর্মী, সাংবাদিক, রিকশাচালক, দিনমজুর, ব্যবসায়ী, হোটেলকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার মানুষের জীবনের গল্প রয়েছে এই বইতে।

বইটির লেখক শুভঙ্কর দে বলেন, “কোভিড মহামারী আমাদের জীবনকে বদলে দিয়েছে। এই বইতে আমি চেষ্টা করেছি সেই পরিবর্তনের কথা তুলে ধরতে। এই বইয়ের মাধ্যমে আমি চাইছি, এই অকথিত কাহিনীগুলো সবার কাছে পৌঁছানোর।” বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ৩২২ নম্বর স্টলে দে’জ-এর কাউন্টারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *