কোলাহল গোষ্ঠী দুর্গাপূজা কমিটি- এর এবারের থিম ‘ছৌ এর ইতিকথা’
TODAYS বাংলা: কোলাহল গোষ্ঠী দুর্গাপূজা কমিটি এবারে ৫২ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “বর্ণময় মৃত্তিকা”। তবে এবারে তাদের থিম হল ‘ছৌ এর ইতিকথা’। তাদের এই থিমের ভাবনার কারণ তাদের ভাবনায় পুরুলিয়ার একটি গ্রাম চড়িদাকে তুলে ধরা হয়েছে। পুরুলিয়ার লোকনৃত্য হলো ছৌ নাচ। তাদের শিল্প গুলোকেই তুলে ধরার চেষ্টা করছেন তারা। আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। আলোকসজ্জায় রয়েছেন মানস দাস । শিল্পী হিসেবে রয়েছেন অমরনাথ দত্ত। বিশেষ অনুষ্ঠান এর আয়োজন হিসেবে রয়েছে গরীব দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ এর ব্যবস্থা।