January 23, 2025 | Thursday | 1:29 PM

খারাপ খেলেছি জানি, তবুও আমার দল আমার গর্ব! ম্যাচ শেষে জানালেন ‘ক্যাপ্টেন’ রোহিত

0

বিশ্বকাপের ফাইনালে ভারতের হেরে যাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা হতাশ হলেও দলকে নিয়ে গর্বিত। ম্যাচের পর ভারত অধিনায়কের চোখে মুখে ফুটে উঠেছিল হতাশা। চোখে ছিল জল। কিন্তু তবুও তিনি তো ক্যাপ্টেন। যথারীতি কঠিন সময়ে দলকে সামলালেন রোহিত। ম্যাচ শেষে তিনি বলেছেন, “আমরা জানি যে আজ আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যেভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।”

রোহিত মনে করেন, যদি তারা প্রথমে ব্যাট করে ২০-৩০ রান বেশি তুলতে পারত, তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। তিনি বলেন, “২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”

রোহিতের মতে, ভারতের ব্যাটারদের আরও ধৈর্য ধরার দরকার ছিল। তিনি বলেন, “আমরা অনেক সময়ই দ্রুত উইকেট হারিয়ে ফেলি। আজও তাই হল। আমাদের আরও ধৈর্য ধরা উচিত ছিল।” রোহিত শর্মার নেতৃত্বে ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই হেরে গেল ভারত। স্বাভাবিকভাবেই আজ ভগ্নহৃদয় ১৪০ কোটি ভারতীয়র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *