খিদিরপুর সার্বজনীন দূর্গোৎসব- এর এবারের থিম ‘উৎসব বিজ্ঞাপনের’
TODAYS বাংলা: খিদিরপুর সার্বজনীন দূর্গোৎসব এবারে ৯৭তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “UNESCO”। তবে এবারে তাদের থিম হল ‘উৎসব বিজ্ঞাপনের’। তাদের এই থিমের ভাবনার কারণ সার্বজনীন দুর্গাপুজো আজ সম্পূর্ণরূপ বিজ্ঞাপনের উপর নির্ভরশীল তাই বিজ্ঞাপন ছাড়া এখন দুর্গাপুজো কোনোভাবেই সম্ভব নয়। দুর্গা পুজোতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে গেলে বিজ্ঞাপনের অনেক যৌক্তিকতা আছে।
তাই বিজ্ঞাপনের সাথে তাল মিলাতে আজ বিভিন্নভাবে পুজোকে পরিবেশন করতে হচ্ছে। ৪ ঠা সেপ্টেম্বর থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন এমডি মইদুল শেখ। শিল্পী হিসেবে রয়েছেন প্রবীর সাহা। বিশেষ অনুষ্ঠান হিসেবে রয়েছে বিজয় দশমীতে প্রতি মহিলার হাতে লক্ষ্মীর ভাড় তুলে দেওয়া, যাতে মহিলারা সহজে পুজোর টাকা জমাতে পারেন।