খিদিরপুর ৭৫ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি – এর এবারের থিম ‘৬০এ এসেও নবিনা, আমাদের রুদ্রাণী মা’
TODAYS বাংলা: খিদিরপুর ৭৫ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৬০তম বর্ষে পদার্পণ করেছে। তাদের আগের বারের থিম ছিল ‘চির সাবেকিয়ানা’। এবারেও তাদের থিম হল ‘৬০এ এসেও নবিনা, আমাদের রুদ্রাণী মা’। তাদের এই থিমের ভাবনার কারণ চির সাবেকিয়ানায় কিছু নতুন করার চেষ্টা । ১৬ ই জুলাই থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন এন এস সাউন্ড । শিল্পী হিসেবে রয়েছেন সনাতন রুদ্র পাল। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন হিসেবে থাকছে ১৬ অক্টোবর উদ্বোধন করবেন শ্রী স্বামি শক্তিপ্রদানান্দ।