খুব শীঘ্রই তাকে ছাড়িয়ে আনা হবে, সূর্যকে আশ্বাস লাবণ্যর! সত্যিই কি তাই?
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সোনা ও রুপা কে সঙ্গে করে দীপা নিয়ে এসেছে মিশকা বাড়িতে সেখানে গিয়ে কি করে মিশকা আন্টিকে বিপাকে ফেলতে হয় খুব ভালো মতন জানে সোনা ও রুপা তাই একটার পর একটা বায়না করেই যাচ্ছে।
সেনগুপ্ত পরিবারে সবাই আনন্দ করে হাসি ঠাট্টা করছে সিঙ্গারা খাচ্ছে। ঠিক এই সময় মিশকা এসে বাড়ির সকলকে জানায় সে আর আনন্দ ধরে রাখতে পারছে না। সূর্য এবং মিশকার স্যার এসে জানালো তাদের সন্তানের ডিএনএ ম্যাচ করে গেছে।
সেনগুপ্ত পরিবারের সবাই খুনসুটিতে আবারো মেতে উঠেছিল। সূর্য দীপকের খাইয়ে দিচ্ছিল। সোনা এবং রুপা তাদের বাবাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। এই সময়তেই মিশকার অভিযোগ করায় পুলিশ বাড়িতে এসে সূর্যকে গ্রেফতার করে নিয়ে গেল।