December 8, 2024 | Sunday | 2:20 AM

গল্প বা অ্যাকশন নয়, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর রসায়নের কারণেই চলছে ধারাবাহিক! আপনিও কি এমনটাই মনে করেন?

0

বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।হসপিটালে একটা রহস্যজনক খুন হয়ে গিয়েছে তার তদন্তেই নেমেছে জগদ্ধাত্রী এবং তার পুরো টিম। কিন্তু ডাক্তার কল এ বিষয়ে কোন রকম সহযোগিতা না করায় জগদ্ধাত্রী আবারও মনে করিয়ে দিল জগযাত্রীর আসল পরিচয়।

বেদের হুমকি জগদ্ধাত্রীকে ফোন করে রাতের বেলায় সে একটা সামান্য চুরির কেসে জেলে গিয়েছিল। কিন্তু ক্রিমিনাল লইয়ারের সাহায্যে আবারো বেরিয়ে এসেছে। এবারে তাই আধা জল খেয়ে জগদ্ধাত্রী পিছনে পড়বে, জগদ্ধাত্রীকে ত্রিভুবন দেখাবে।

জগদ্ধাত্রী এবং স্বয়ম্বর মিষ্টি ঝগড়া চলছে সেখানে স্বয়ঙ্গ জানাচ্ছে জগদ্ধাত্রী আর তাকে দরকার নেই অন্য একজনকে নিয়ে আসতে চায়। তখন জগদ্ধাত্রী জানায় একজন আছে বলেই তার রক্ষে দ্বিতীয়জন আসলে তার আরও চিন্তা মাথায় বাড়বে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *