গান গেয়ে মাকে খুশি করে রামপ্রসাদকে বাঁচাতে পারবে কি সর্বানি?
স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকটি সম্পূর্ণ অন্যরকম।রামপ্রসাদ গিয়েছে এক বুড়ো বুড়ির বাড়ি। সেখানে রামপ্রসাদ কে সেই মানুষটি বলেছে তার পথ চেয়েই তারা বসেছিল। কখনো রামপ্রসাদ এসে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবে আর সেই শুনে ভীষণ খুশি রামপ্রসাদ।
রামপ্রসাদ বাড়িতে নেই ঠিক এই সময় সবারই হঠাৎ করে এসে দেখে সবাই খেতে বসেছে কিন্তু অজ্ঞানের মতন হয়ে গিয়েছে তখন মামি মা এসে বলে সবাই মরে গিয়েছে। সর্বানি দিশাহারার মতন মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছে কেন এমনটা হল মা যেন উদ্ধার করে।
উদ্ধার হয়ে গিয়েছে রামপ্রসাদের পুরো পরিবার আর রামপ্রসাদ এসে সর্বাণীকে জানালো সেই বয়স্ক মানুষগুলো কেউই জীবিত নয়। তারপরেই রামপ্রসাদের মা তাকে জানালো সে মায়ের মন্দিরে পুজো দিতে চাই কারণ তার বাবা জন্মে তার মা মানত করেছিল মায়ের কাছে।