‘গীতবিতানের দিব্যি তোমায় বড্ড ভালোবাসি’ স্বস্তিকার সঙ্গে ছবি দিয়ে লিখলেন দিব্যজ্যোতি!
বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকের গল্পে সূর্য-দীপার প্রেম-ভালবাসার গল্প দেখানো হচ্ছে। তবে, সম্প্রতি এই ধারাবাহিকের গল্পে নতুন মোড় এসেছে। সূর্য-দীপার সুখের সংসারে কাঁটা হয়ে উঠেছে মিশকা।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, মিশকা সূর্যর স্পর্ম চুরি করে অন্তঃসত্ত্বা হয়েছে। দীপা প্রথমে মিশকার কথা বিশ্বাস করেনি। কিন্তু, পরে মিশকার পেটে সন্তান দেখা দেওয়ায় দীপা অবাক হয়েছে।
এদিকে, ধারাবাহিকে সূর্য-দীপার বিবাহ-বার্ষিকী সেলিব্রেশনের প্রস্তুতি চলছে। এই সময় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, যিনি দীপার চরিত্রে অভিনয় করছেন, লাল-বেনারসী, গয়না, আর সাদা ফুলের মালায় সেজে বিয়ের সাজে ছবি দিলেন। ক্যাপশানে লিখেছেন, ‘গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি’।