গুরু রানধাওয়ার প্রেমে পড়লেন শেহনাজ গিল? জিজ্ঞেস করতেই লালচে আভা অভিনেত্রীর গালে
বলিউডের নবাগতা অভিনেত্রী শেহনাজ় গিল প্রেমে পড়েছেন বলে গুঞ্জন উঠেছে। তাঁর প্রেমিকের নাম পঞ্জাবি গায়ক গুরু রনধাওয়া। সম্প্রতি আসন্ন ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর প্রদর্শনে একসঙ্গে লাল গালিচায় দেখা গেছে তাদের।
শেহনাজ়ের প্রেম জীবন নিয়ে আগেও অনেক গুঞ্জন উঠেছে। তবে তিনি সবসময় এড়িয়ে গেছেন সেই প্রসঙ্গ। সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর অনেকটাই একা হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে তিনি নতুন করে জীবন শুরু করতে চাইছেন।
শেহনাজ় এবং গুরু রনধাওয়ার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাদের একসঙ্গে দেখা যাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।