গোপাল ডাক্তার রোড যুবক সংঘ – এর এবারের থিম ‘সহস্র আলোর গ্রন্থি’
TODAYS বাংলা: গোপাল ডাক্তার রোড যুবক সংঘ এবারে ৮৬ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সাবেকিয়ানা”। তবে এবারে তাদের থিম হল ‘ সহস্র আলোর গ্রন্থি’। তাদের এই থিমের ভাবনা সারাদিনের ক্লান্তির পর মানুষ বাড়ি ফিরে অন্ধকারে নিমজ্জিত হয় তখন এই ছোট ছোট প্রাণীর আলোতে ভরে উঠলে চারিদিক আলোকিত হয়ে ওঠে আশার মত, এই ভাবনাই হলো তাদের থিম।
১লা সেপ্টেম্বর থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন তাপস ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন সাধন দেবনাথ। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে ১৫ তারিখ উদ্বোধন এবং অষ্টমীতে গোটা পাড়ায় মহা ভোজের আয়োজন করা হবে।