গোয়াবাগান শারদোৎসব সম্মিলনী- এর এবারের থিম ‘কল্পারম্ভ’
TODAYS বাংলা: গোয়াবাগান শারদোৎসব সম্মিলনী এবারে ১৮ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “চুমুক”। তবে এবারে তাদের থিম হল ‘ কল্পারম্ভ ‘। তাদের এই থিমের ভাবনার কারণ “কল্প” এর অর্থ প্রলয়,হৃদয়ে মুক্তিপ্রদানের কৃপা এবং যুদ্ধে মৃত্যুদায়িনী কাঠিন্যতা, মাতৃরূপে এই দুইয়ের কী অনন্যসাধারণ সমন্বয়! গোয়াবাগান শারদোৎসব সম্মিলনী এই বছরের দূর্গোৎসবে গল্প বলবে সৃষ্টির সুদূর সময়ের।
শুরু থেকে যাদের জন্য পুজো,বহু বছর ধরে সাবেক থেকে থিম পুজোর মন্ডপ যাদের উদ্যোগ,উদ্যম,ভিড় ছাড়া অসম্পূর্ণ থেকে যায়! তাদের জন্য সেই ফেলে আসা সময় থেকে ক্রমবর্ধমান জনমানসের প্রতি শ্রদ্ধাবনত অঞ্জলীর মধ্য দিয়েই তাদের এই বছরের নিবেদন-“কল্পারম্ভ”। আলোকসজ্জায় ভোলা মণ্ডল , ভাবনা তে রত্নদ্বীপ প্রামাণিক , সৃজনে বিদিশা রায় ও জুনিয়ার সদস্য। বিশেষ অনুষ্ঠান হিসেবে বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হবে।