November 30, 2023 | Thursday | 10:28 AM

ঘন কুয়াশায় পাশ কাটাতে গিয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা! আহত ১২ মৃত ১

0

TODAYS বাংলা: মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস ও ট্ৰাকের সংঘর্ষে আহত ১২ জন যাত্রী এবং মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস ও ট্ৰাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্ৰশাসন সূত্ৰে খবর, দ্ৰুত আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্ত সেখানেই মৃত্যু হয় বাস চালকের ।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ঘন কুয়াশার মাঝে অপরদিকে বাসটি পাশ কাটানোর সময় দুর্ঘটনাটি হয়। ঘটনাস্থলে রয়েছে দৌলতাবাদ থানার পুলিশি।

প্রসঙ্গত, সকাল থেকেই চারপাশে ঘন কুয়াশায় ঢাকা ছিল। কিছু পরিস্কার ভাবে দেখা যাচ্ছিল না। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে , বাসের গতিবেগ স্বাভাবিকের থেকে খুব বেশি ছিল। জলঙ্গি রাজ্য সড়ক খুব বেশি চওড়া না।ঘন কুয়াশার মধ্যে একটি গাড়িকে ওভারটেক করে আগে যেতে চেয়েছিলেন বাস চালক। অপর দিক থেকে আসছিল একটি পণ্যবাহী ট্ৰাক বাসটি সজোরে গিয়ে ট্ৰাকে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে বেহাল হয়ে যায় বাস ও ট্ৰাকের সামনের অংশ। বাসের মধ্যে অনেক যাত্ৰী আটকে পড়েন। মারাত্মকভাবে আহত হয় একাধিক যাত্ৰী। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। প্ৰথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকার্য শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

উল্লেখ্য, বাসের সামনের দিক কেটে বের করে বাইরে আনা হয় চালককে। একে একে সব বাস যাত্রীদের উদ্ধার করে শীঘ্ৰই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান তাঁদেরকে কলকাতায় স্থানান্তর করা হতে পারে।আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে প্ৰশাসন। সাত সকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় জলঙ্গি রাজ্য সড়কেও ব্যাপক যানজট হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *