February 10, 2025 | Monday | 6:55 PM

ছবির ব্যবসা যেখানে ৩.৫ কোটি, অভিনেতারা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৩৫ কোটি টাকা! গর্জে উঠলেন করণ

0

ছবির ব্যবসা যেখানে ৩.৫ কোটি, অভিনেতারা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৩৫ কোটি টাকা! গর্জে উঠলেন করণ জোহর। অভিনেতাদের বেশি পারিশ্রমিক প্রসঙ্গে এর আগেও সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। এমনকি শুটিং ফ্লোরে তারকাদের বিলাসবহুল চাহিদা মেটানোর তাগিদে খরচ হওয়া অর্থের পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনুরাগ কাশ্যপ। এবার কড়া সুর শোনা গেল করণের কণ্ঠেও। বলাবাহুল্য, গত বছরের তুলনায় চলতি বছর যে বলিউডে বক্সঅফিসে কিছুটা হলেও ভাটা পড়েছে তার প্রমাণ মিলছে পরিসংখ্যান থেকেও। এই বিষয়টি নিয়েই করণের মতামত, ‘ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য ১০ জন অভিনেতা রয়েছেন। আর তাঁরা প্রত্যেকেই বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করছেন। যদি ছবি ভালো না চলে, তাহলে প্রযোজকের ক্ষেত্রে একটা বিশাল ক্ষতি।’ তিনি আরও বলেন, ‘যে অভিনেতা পারিশ্রমিক হিসেবে ৩৫ কোটি টাকা চাইছেন, দেখা যাচ্ছে প্রথম দিনে বক্স অফিসে তাঁর ছবির ব্যবসার পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ টাকা। এইভাবে কি অঙ্ক মেলানো যায়?’ শিল্পের বর্তমান অবস্থার কথা তিনি উল্লেখ করে বলেছেন, ‘হিন্দি সিনেমায় প্রতিটি দশকের একটি স্বতন্ত্র স্টাইল ছিল। এখন আমরা ট্রেন্ড অনুসরণ করতে ব্যস্ত। জওয়ান বা পাঠানের মতো অ্যাকশন মুভি হিট হলে, সকলে এমন ছবি করতেই ঝাঁপিয়ে পড়ে। তারপর একটি প্রেমের গল্প সফল হয়, তখনও একই জিনিস ঘটে। আমরা মাথাবিহীন মুরগির মতো ঘুরে বেড়াচ্ছি। আমরা বুঝতে পারিনি যে দর্শকরা এখন সমালোচকদের চাপ ছাড়াই নির্ভেজাল আনন্দ নিয়ে আসে এমন মূল ভারতীয় সিনেমাকে আরও বেশি করে চায়।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *