ছোটদের ফুটবলে ভারত বনাম জাপান ম্যাচে গোলের বন্যা! অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের
TODAYS বাংলা: ছোটদের ফুটবলে ভারত বনাম জাপান ম্যাচ জমজমাট। ম্যাচের গোলের সংখ্যা ১২। জাপানিরা ভারতীয়দের থেকে অনেকটা এগিয়ে থাকলেও, দুরন্ত লড়াই করল ভারত। অনূর্ধ্ব এএফসি এশিয়ান কাপের ম্যাচে জাপানকে হারাতেই হতো ভারতের, তাহলে মিলত শেষ আটে যাওয়ার ছাড়পত্র। তবে সেই স্বপ্নভঙ্গ লড়াই করে জাপানের কাছে হেরে বিদায় নিল ভারত। খেলা শুরু হতেই ১৩ মিনিটের মধ্যেই জাপান এগিয়ে যায়, ম্যাচের বয়স যখন ৪১ মিনিট আবারো গোল করে জাপান।
এর ঠিক চার মিনিট পর আরও এক গোল করে ব্যবধান ভাড়ায় জাপান। তবে ভারতীয়দের ফুটবলের ভাষায় ছিল তুম ভি মিলিটারি তো হাম ভি মিলিটারি। ম্যাচের বয়স যখন ৪৭ মিনিট ব্যবধান কমায় ভারত। এরপর ৫২ মিনিটে আবারো গোল করে ৪ -১ গোলের ব্যবধানে এগিয়ে যায় জাপান। ৫৪ মিনিটে আবারো গোল জাপানের। এরপর ৬২ মিনিটে সমতা ফেরায় ভারত। ৬৯ জাপানের আত্মঘাতী গোলে সমতা কমে। ম্যাচের ৭৪ মিনিটে ছয় তিন গোলে এগিয়ে যায় জাপান। শেষ পর্যন্ত খেলার ফলাফল দাঁড়ায় জাপান ৮-৪ , একটিও ম্যাচ না জিতে এবারে এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ থেকে ছিটকে গেল ভারত।