ছোট্ট ছেলে ইউভান পরিষ্কার করছে বৃষ্টির জল, ভিডিও শেয়ার করে দেখালেন শুভশ্রী
ক্যালেন্ডার মতামত, ৬ অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার মাতৃত্বের পাসপোর্ট করছেন। গত সপ্তাহেই ইনদোনেশিয়া থেকে কাদের ছুটি। তারপর ‘আবার প্রলয়’-এর গ্র্যান্ড সাকসেস। সব মিলিয়েf খাটিছে রাজ-শুশ্রীর সময়। জানার মজার কাণ্ডকীর্তি শেয়ার করে হেসে গড়াগড়ি রাজ-শুভশ্রী (রাজ শুভশ্রী)।
টালিপাড়ার তারকাদম্পতি বর্তমানে হালিশহরের বাড়িতে। সঙ্গে রয়েছে গণমানও (যুব)। ব্যস্ত শিডিউলের থেকে সময় বটই নিজের পৈত্রিক বাড়ি থেকে রাজ-শুভশ্রী। এটাও আগমন সবারে। আর সেখানেই উঠোন পেয়ে মনের সুখে ঘুরছে ঠিক মতন।
অতঃপর ‘বাড়তি চাপ’! ছুটি পেয়েই মা-বাবার সঙ্গে হালিশের বাড়িতে গিয়ে চুট মজা করছে। কী কী? সমানানের সেই দুষ্টুমিষ্টি মজার ঝলকই শেয়ার মাশুশ্রী। যেখানে দেখা গেল, ঝাড়ু হাতে উঠোনের জমা জল পরিষ্কার করছে সে। মাঝখানে আকাশের মুখ ভার! আর তাই কর্য়্যা সেই মুহূর্ত বন্দি করার জন্যও বাবা রাজের সাবধানবাণী- “ঠান্ডা যেমন যাবে কিন্তু…।