জগদ্ধাত্রীকে ঘিরে আবারো ষড়যন্ত্রের জাল, কী হবে এবার?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে আবারো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এবারের ষড়যন্ত্রের মূল টার্গেট জগদ্ধাত্রী এবং কৌশিকী।
গত পর্বের শেষে দেখা যায়, জগদ্ধাত্রী পুরোহিত মশাইকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মল্লিকা দেবীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে দেখতে পায়। মল্লিকা দেবীকে কে গুলি করেছে, সেটি জানা যায়নি। তবে জগদ্ধাত্রী মনে করে এই গুলি চালানোর পেছনে ষড়যন্ত্র আছে।
জগদ্ধাত্রীর ধারণা অনুযায়ী, মুখার্জি পরিবারের চড়ুইভাত দেবো এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। দেবো জগদ্ধাত্রীকে সরিয়ে দিতে চায়। তাই সে এই ষড়যন্ত্রের জাল বোনেছে।
জগদ্ধাত্রী দেবুকে এই ষড়যন্ত্রের কথা জানায়। দেবুও জগদ্ধাত্রীর ধারণা সমর্থন করে। সেও মনে করে, দেবো এই ষড়যন্ত্রের মূল হোতা।