জগদ্ধাত্রীকে ঘিরে ষড়যন্ত্রের জাল! কিভাবে তাকে বাঁচাবে স্বয়ম্ভু?
গত পর্বের শেষে দেখা গেছে, জগদ্ধাত্রী পুরোহিত মশাইকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মল্লিকা দেবীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে দেখতে পায়। মল্লিকা দেবীকে গুলি করার পেছনে জগদ্ধাত্রীকে ফাঁসাতে চাইছে দেবো। সে মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে ষড়যন্ত্র করছে।
জগদ্ধাত্রী দেবোকে তার ষড়যন্ত্রের কথা জানিয়ে দেয়। সে বলে, “তোমার ষড়যন্ত্রের মূল টার্গেট হলো আমি এবং কৌশিকী। আমি কিন্তু তোমার ষড়যন্ত্রের জাল ভেদ করে আসল সত্যিটা সামনে আনব।”
আগামী পর্বগুলোতে দেখা যাবে, জগদ্ধাত্রী দেবোকে তার ষড়যন্ত্রের জন্য শাস্তি দেবে কিনা।