জগদ্ধাত্রীকে মুখার্জি বাড়ি থেকে উচ্ছেদ করতে চায় মেহেন্দি
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বে দেখা গেছে, দেবো আবারো ষড়যন্ত্র করছে। তার টার্গেট হলো জগদ্ধাত্রী এবং কৌশিকী। মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে দেবো জগদ্ধাত্রী এবং কৌশিকীকে টার্গেট করছে।
এদিকে, উৎসবের মা বৈদেহি উৎসবকে জানায় যে মেহেন্দির অনেকদিনের ইচ্ছা সে কৌশিকীর চেয়ারে বসবে। তাই উৎসব এবং মেহেন্দি যেন এবারে তাদের নিজেদের সমস্ত কাজ ভালোভাবে করা শুরু করে দেয়।
মায়ের কথামতন উৎসব ও মেহেন্দি কৌশিকের অফিসে ঢুকতে চায়। কিন্তু স্বয়ম্ভু তাদের আটকে দেয়। স্বয়ম্ভু জানায় যে ওই চেয়ারে শুধুমাত্র তার বরদি অর্থাৎ কৌশিকীর অধিকার। সে নিজের পরিশ্রম দিয়ে এই কোম্পানিটিকে তুলে এতদূর নিয়ে এসেছে।
মেহেন্দি স্বয়ম্ভুর কথা শুনে রেগে যায়। সে বলে যে সে কৌশিকীকে সরিয়ে দিয়েই কৌশিকীর চেয়ারে বসবে।