September 17, 2024 | Tuesday | 3:52 AM

জগদ্ধাত্রীর বিরুদ্ধে চক্রান্ত করছে কারা, জানতে পারল সে!

0

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে সম্প্রতি দেখা গেছে, কৌশিকী জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছে। এদিকে, রাজনাথ তার ছেলে উৎসবকে শাসন করছিল। ঠিক তখনই উৎসব তার বাবাকে শাট আপ বলে ডাক দিল। এতে রাজনাথ রেগে গিয়ে উৎসবকে বলল, সে তার বাবাকে এই কথাটা কিভাবে বলতে পারে।

এদিকে, জগদ্ধাত্রী এসে উৎসবকে বলল, সে চাপকে সোজা করে দেবে। আর যদি সে না পারে, তাহলে জগদ্ধাত্রী এই কাজটা খুব ভালো করে করতে পারে। বৈদিহি মুখার্জি বারে বারে বলছে তার ছেলেকে যেন অপমান না করা হয়।

জগদ্ধাত্রী মনে করছে পুরোহিত মশাই সত্যি কথা বলছে না। সে তার কাছ থেকে কি করে কথা বার করতে হয় সে সব রকম চেষ্টা করছে।

বৈদিহি জানিয়ে দিয়েছে সে স্বয়ম্ভুকে ছেলে হিসাবে মানতে পারবে। কিন্তু জগদ্ধাত্রী যদি পরিবারের সকলকে একসঙ্গে না রাখতে পারে তাহলে সে বেরিয়ে যেতে পারে। অপরদিকে, জগদ্ধাত্রীর বোন মেহেন্দি মনে মনে ভাবল সে তার দিদিকে চাইলে বিষ খাইয়ে মেরে দিতে পারতো, কিন্তু তার স্বামী অর্থাৎ উৎসব যদি এটা করলে সেটা হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *