‘জগদ্ধাত্রী’ আর ‘অনুরাগের ছোঁয়া’র TRP এর লড়াই জমে উঠেছে! শেষ হাসি হাসলো কে?
আগস্ট মাসের শেষ সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে। জগদ্ধাত্রী প্রথম স্থানে, অনুরাগের ছোঁয়া দ্বিতীয়। ফুলকি তৃতীয়, রাঙা বউ চতুর্থ এবং নিমফুলের মধু পঞ্চম।
জগদ্ধাত্রীর এতগুলো রূপ সামনে আসার পর এই ধারাবাহিকের গল্পের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। ফুলকিকে টক্কর দেওয়া বেশ কঠিনই হয়েছে। রাঙা বউ-এর গল্প দর্শকের বেশ মনে ধরেছে।
এই সপ্তাহে খুব বেশি অদলবদল হয়নি। বরং বাকি সব সিরিয়ালের নম্বর আগের সপ্তাহের থেকে অনেকটাই বেড়েছে। কেবল অনুরাগের ছোঁয়া ছাড়া।