জগদ্ধাত্রী না নিম ফুলের মধু? আপনার প্রিয় ধারাবাহিক কোনটি? জানান কমেন্টে
টেলিপাড়ার সকলেরই প্রতি বৃহস্পতিবারের দিকে চোখ থাকে এর কারণ হলো সপ্তাহের বৃহস্পতিবার দিনকেই আসে টিআরপির তালিকা। নির্মাতারা প্রাপ্ত নম্বর গুলির ভিত্তিতে আগামী পর্ব গুলিকে পরিকল্পনা করেন। গত মাস থেকেই উৎসবের মরশুমে ধারাবাহিক গুলির যেমন নাম্বার কমেছে তেমনি ধারাবাহিকের মধ্যে বেশ অদল বদল হয়েছে।চলতি সপ্তাতেই প্রথম স্থানে যুগ্মভাবে রয়েছে জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু তাদের প্রাপ্ত নম্বর ৮.১। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুলকি তাদের প্রাপ্ত নম্বর ৭.৬। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার কার কাছে কি ওই মনের কথা ও স্টার জলসার অনুরাগের ছোঁয়া যাদের প্রাপ্ত নম্বর ৭.২।গত সপ্তাহের ষষ্ঠ স্থান থেকে অনুরাগের ছোঁয়া এই সপ্তাহে উঠে এসেছে দ্বিতীয় নম্বরে এতে বেশ খুশি অনুরাগীরা এবং নির্মাতারা। চতুর্থ স্থানে ২৪ সপ্তাহ তেও কোন পরিবর্তন হয়নি রয়েছে। তোমাদের রানী পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি।