জন্মদিনেও কাজে ব্যস্ত থাকতে চাই! জানালেন শন বন্দোপাধ্যায়
শুক্রবার ছিল অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। কিন্তু অনেকের মতো পেশাগত দায়িত্ব থেকে দূরে থেকে বিশেষ দিনটা পালন করার সুযোগ তাঁর হয়নি। বরং সকাল থেকে তিনি ব্যস্ত ছিলেন ‘রোশনাই’ ধারাবাহিকের শুটিং নিয়ে। দু’বছর পর আবার ধারাবাহিকে ফিরেছেন শন। বারাণসীতে আউটডোর শুটিং শেষে এখন শহরে ফিরেছেন। জন্মদিনের লোকেশন ছিল বারুইপুর রাজবাড়ি। গরমের মধ্যেও নতুন ধারাবাহিকের জন্য শন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন তিনি। শুক্রবার সকাল সাড়ে সাতটায় শুটিং লোকেশনে পৌঁছান শন। ফ্লোরে সতীর্থেরা তাকে শুভেচ্ছা জানালেও, তাদের তরফে কোন উদযাপনের পরিকল্পনা ছিল কিনা তা তিনি জানেন না।