জপুর ব্যায়াম সমিতি- এর এবারের থিম ‘পরিচ্ছন্নতার কারিগর’
TODAYS বাংলা: জপুর ব্যায়াম সমিতি এবারে ৩৪ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সাবেকি” । তবে এবারে তাদের থিম হল ‘পরিচ্ছন্নতার কারিগর ‘। তাদের থিমের এমন ভাবনার কারণ গোটা শহরের পরিচ্ছন্নতার খেয়াল রাখে যারা তাদের এই উৎসবের দিনে কেমন সময় কাটে সেটাই সকলের কাছে তুলে ধরতে চলেছেন তারা। আলোকসজ্জায় রয়েছেন শানু ইলেক্ট্রিক এবং শিল্পী হলেন পৃথ্বীশ দাস।