জাগৃতি- এর এবার দুর্গা পুজোর থিম ‘অস্তিত্ব ‘
TODAYS বাংলা: জাগৃতি এবারে তাদের ৫৮ তম দুর্গা পুজোয় পদার্পণ করতে চলেছে। তাদের আগের বছরের থিম ছিল সবেকিয়ানা আধুনিকের ছোঁয়ায়। এবারে তাদের থিম অস্তিত্ব। এরম থিমের ভাবনার কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে নানান ধরনের ট্র্যাডিশন এবং কালচার রয়েছে।
কখনো লাল মাটির রাজ্য তাদের মাটির তৈরি মূর্তি এছাড়া আরো অনেক ঐতিহ্য বহন করছে নানা রাজ্য। সেইসব ঐতিহ্যের অস্তিত্ব তুলে ধরতেই এই ধরনের ভাবনা তাদের। ১০ ই আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন বাবু ইলেকট্রিক এবং শিল্পী রয়েছেন বাবাই মল্লিক।