September 17, 2024 | Tuesday | 5:17 AM

জোড়াবাগান তপন স্মৃতি সঙ্ঘ – এর এবারের থিম ‘সাজাবো যতনে’

0

TODAYS বাংলা: জোড়াবাগান তপন স্মৃতি সঙ্ঘ ১০ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের আগের বারের থিম ছিল ‘আহ্বান’। এবারেও তাদের থিম হল ‘সাজাবো যতনে’। থিমের এই ভাবনার কারণ মা-এর আগমন সুন্দর করে রাখা। ৬০ দিন আগে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন চন্দন দে । শিল্পী হিসেবে রয়েছেন দুলাল বসু ও উত্তম দে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন হিসেবে থাকছে বৃক্ষরোপণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *