January 23, 2025 | Thursday | 3:19 AM

জ্যাস যেন কেস থেকে সরে যায়! স্বয়ম্ভুর অনুরোধ কি মেনে নেবে সে?

0

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”।
জগদ্ধাত্রীকে একজন অচেনা ব্যক্তি এসে তার কেস লড়ার জন্য বলে কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই রাজি হয় না। তখন লোকটি উল্টে বলে এই কেস লড়তে পারলে সে জানতে পারবে স্বয়ম্বু উর্মিলা মুখার্জির সন্তান নয়। আড়াল থেকে দেবুদা জানায় এইবারে খেলা তার হাতের মুঠোয়।

জগদ্ধাত্রী সেই চিকিৎসকের কাছে হাসপাতালে গিয়েছে। তার ওপরে কেউ আক্রমণ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু জগদ্ধাত্রী তাকে যখন জিজ্ঞাসা করে উর্মিলা মুখার্জির কথা 27 বছর আগের একটি অপারেশন তারই করা। চিকিৎসক তখন তাকে মিথ্যা কথা বলে। জগদ্ধাত্রী ধরে ফেলায় ধীরে ধীরে চিকিৎসক মুখ খুলতে শুরু করেছে।

সবই ঠিক কি করে লেগেছে, সেটাই জানার জন্য জগদ্ধাত্রী অফিসের দারোয়ান কে ফোন করল কিন্তু সে সঠিকভাবে বলতে না পারায় জগদ্ধাত্রী বোঝা গেল কিছুতো একটা গন্ডগোল রয়েছে। অন্যদিকে মা হতে চলেছে জগদ্ধাত্রী সেই কথা ভেবেই স্বয়ম্বু সাধুদের কাছে শরণাপন্ন হল তাকে যেন নতুন কোন কেস না দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *