September 20, 2024 | Friday | 12:09 PM

ঝিন্দের বন্দী-র রিমেকে যিশু-অনির্বাণ! কবে থেকে শুরু হচ্ছে শুটিং?

0

বাঙালির ক্লাসিক ছবি ‘ঝিন্দের বন্দী’-র রিমেক তৈরির খবর বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। এবার অবশেষে এই ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয়ের জন্য প্রায় চূড়ান্ত হয়েছেন যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল।

১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত ‘ঝিন্দের বন্দী’ ছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন উত্তমকুমার। তিনি ছিলেন রাজা শঙ্কর সিংহ এবং তার ছদ্মবেশধারী ময়ূরবাহন। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন ময়ূরবাহনের বন্ধু রানা।

অরিন্দম শীলের ‘ঝিন্দের বন্দী’-তে যিশু সেনগুপ্ত অভিনয় করবেন রাজা শঙ্কর সিংহের চরিত্রে। আর অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করবেন ময়ূরবাহনের চরিত্রে। ছবির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ বিশ্বাস।

শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরের শেষের দিকে বা ২০২৫ সালের শুরুতে মুক্তি পাবে। ছবিটি এসভিএফ প্রযোজনা করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *