টিআরপি তলানিতে, শেষ হয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় এই ধারাবাহিক!
বাংলা বিনোদন চ্যানেলগুলিতে টিআরপির লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। চ্যানেলগুলি একে অপরের টিআরপি দখলের জন্য একাধিক নতুন ধারাবাহিক শুরু করছে। কিন্তু গল্প একটু ঢিমেতালে এগোলেই বন্ধ হচ্ছে সিরিয়াল।
এই লড়াইয়ে এবার বলি হল স্টার জলসার ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’। অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য অভিনীত এই ধারাবাহিক শুরু থেকেই টিআরপি তালিকায় খুব একটা ভালো করতে পারেনি। তাই এবার ধারাবাহিকটি বন্ধ হয়ে যাচ্ছে।
জানা গেছে, নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’-কে স্লট দিতেই ‘তুমি আশেপাশে থাকলে’ বন্ধ হচ্ছে। দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছিল ‘বঁধুয়া’র প্রোমো। কিন্তু চ্যানেল স্লট দিতে না পারায় পিছিয়ে যাচ্ছিল সম্প্রচারের তারিখ। তবে এবার চ্যানেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘তুমি আশেপাশে থাকলে’র স্লটে আসবে ‘বঁধুয়া’।