টিআরপি তালিকায় জগদ্ধাত্রীর একক আধিপত্য! নেপথ্য কারণ কী?
গত এক বছরে বেশির ভাগ সময়ই টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। গত সপ্তাহেও এই ধারাবাহিক এক নম্বরেই রয়েছে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৯.১। টানটান উত্তেজনা চলছে প্রতিটা পর্বে। নম্বরেও সেই প্রভাবই দেখা গেল।
দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। এই ধারাবাহিকও বেশ জনপ্রিয়। অভিষেক বসু এবং দিব্যাণী মণ্ডলের জুটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৮.৪।
তৃতীয় স্থানে রয়েছে নতুন ধারাবাহিক গীতা এল.এল.বি। দিনে দিনে এই ধারাবাহিক দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৮.৩।
চতুর্থ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকও বেশ জনপ্রিয়। তবে কিছুদিন আগে প্রথম দশ থেকে ছিটকে গিয়েছিল। কিন্তু আবারও তারা ফিরে গিয়েছে প্রথম পাঁচে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৮।
পঞ্চম স্থানে রয়েছে নিমফুলের মধু। এই ধারাবাহিক গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে পঞ্চম স্থানে রয়েছে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৭।