টিআরপি তালিকায় সবার ওপরে থাকা নিঃসন্দেহে কঠিন ব্যাপার! স্বীকার করে নিল সূর্য ওরফে দিব্যজ্যোতি
টিআরপি তালিকা সবসময়ই দর্শকদের কাছে একটি আকর্ষণীয় বিষয়। তাদের পছন্দের ধারাবাহিক কত নম্বরে আছে, সেটি জানার জন্য তারা টিআরপি তালিকার দিকে নজর রাখেন।
গত সপ্তাহে টিআরপি তালিকার অবস্থা বেশ চমকপ্রদ ছিল। একসময় এক নম্বরে থাকা মিঠাই ধারাবাহিক সেরা দশ থেকেই ছিটকে গিয়েছে। এর সাথে সাথে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকও দর্শকদের মন জয় করতে পারছে না। টানা দুই মাস ধরে বেঙ্গল টপার থাকা এই ধারাবাহিকটির টিআরপি কমে হচ্ছে।
চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়ার টিআরপি ৮.৯। এর সাথে সাথে দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী ধারাবাহিকটির টিআরপি ৮.৪। অর্থাৎ, মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে জগদ্ধাত্রী অনুরাগের ছোঁয়ার পিছনে রয়েছে।