“ডেঙ্গি নয়, এসব খবর ভুয়ো…”, দেবের অসুস্থতা নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা!
বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা দেব সম্প্রতি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন। কিন্তু তারপরও তিনি তার আসন্ন ছবি “প্রধান”-এর শুটিং স্থগিত করেননি। তিনি শুটিংয়ে উপস্থিত হয়েছেন এবং তার স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন।
সাথে রটে যায় যায়, বন্ধ হতে পারে শ্যুটিংও। তবে এই ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন সৌমিত্রীষা ও অম্বরীশ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমেকে মিঠাই ওরফে সৌমিতৃষা জানান যে দেবের মোটেও ডেঙ্গি হয়নি।
সৌমিত্রীর কথায় জানান, যেদিন উত্তরবঙ্গের চালসায় তারা পৌঁছয়, তার আগে থেকেই সাংসদ-অভিনেতার জ্বর ছিল। তবে তার জন্য শ্যুটিং বাতিল করা হয়নি। বরং জ্বর নিয়েই দেব রাত পর্যন্ত কাজ সম্পাদন করে।