December 11, 2023 | Monday | 12:58 AM

ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ড নং ১৫তে আজ শুরু হল সুচেতনা উৎসব

0

TODAYS বাংলা: ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ড নং ১৫তে আজ শুরু হল সুচেতনা।এই ওয়ার্ড উৎসবের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা।

ডেপুটি মেয়র এদিন জানান আমাদের ওয়ার্ডের এই ওয়ার্ড উৎসবকে কেন্দ্র করে ওয়ার্ডের মানুষের প্রচুর উৎসাহ।আমি সবাইকে আমন্ত্রন জানাচ্ছি এই ওয়ার্ড উৎসবে। সবাই আসুন আনন্দ করুন এটাই এই ওয়ার্ড উৎসবের আসল কথা।এই ওয়ার্ডের মানুষ আমাকে ভোটে জিতিয়েছেন এবারে আমার কর্তব্য তাদের একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন ওয়ার্ড উৎসব উপহার দেওয়া।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *