ঢাকুরিয়া ফ্রেন্ডস এন্ড এসোসিয়েটস- এর এবারের থিম ‘বিনাশ’
TODAYS বাংলা: ঢাকুরিয়া ফ্রেন্ডস এন্ড এসোসিয়েটস এবারে ৪৩ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “প্রারম্ভিক”। তবে এবারে তাদের থিম হল ‘ বিনাশ’। তাদের এই থিমের ভাবনার মূল লক্ষ্য হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি। ২৫ সেপ্টেম্বর থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন গৌতম হালদার।