ঢাকুরিয়া শহীদ নগর সর্বজনীন- এর এবারের থিম ‘পদ্দালয়ে পদার্পণ’
TODAYS বাংলা: ঢাকুরিয়া শহীদ নগর সর্বজনীন এবারে ৭৪তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “চেনা শহর অচেনা মুখ”। তবে এবারে তাদের থিম হল ‘পদ্দালয়ে পদার্পণ’। তাদের এই থিমের ভাবনার কারণ জল কে বাঁচানোর চেষ্টা। ২ জুলাই থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন দেবাশিস। শিল্পী হিসেবে রয়েছেন মানস রায়।