ঢাকুরিয়া সারস্বত সম্মিলনী – এর এবারের থিম ‘চালচিত্র’
TODAYS বাংলা: ঢাকুরিয়া সারস্বত সম্মিলনী এবারে ৪৭তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সাবেকি পূজা”। তবে এবারে তাদের থিম হল ‘ চালচিত্র’। তাদের এই থিমের ভাবনা বাংলার একচালার দুর্গা প্রতিমা যেন একখানা যৌথ পরিবারের প্রতীক। মাজখানে রয়েছেন মা দুর্গা, সংসারের কর্ত্রী, ওপরে রয়েছেন মহাদেব, সংসারের মাথা, মায়ের দুই পাশে রয়েছেন তার দুই কন্যা, দুই পাশে আছেন দুই পুত্র।
আর এই গোটা পরিবারটা যেন গড়ে উঠেছে আস্ত একখানা দালানের মধ্যে যাকে আমরা বলি ” চালচিত্র”। ২০ আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন দাস ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন অভিক বড়াল এবং কৌশিক পাল। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে ,অষ্টমী তে পাড়ার সমস্ত অধিবাসিবৃন্দদের ভোগ বিতরনী করা, সপ্তমী, অষ্টমী আর নবমী তে সবাইকে বিতরন করা হয় মা এর শীতল ভোগ এবং ২৪ অক্টোবর, দশমী তে আয়োজন করা হয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এর।