September 17, 2024 | Tuesday | 3:15 AM

তাদের ধারাবাহিক পর্দায় হিট, বাস্তবায়ও কি প্রেম করছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভু?

0

ছোট পর্দা ধারাবাহিক গুলি দর্শকদের বেশক্রিয়া হয়ে ওঠে কিছুদিন যেতে না যেতেই। আবার সেই ধারাবাহিকের চরিত্রগুলো কিছুদিন যেতে না যেতেই বাড়ির সদস্যের মতন হয়ে ওঠে। ঠিক সেরকমই একটি ধারাবাহিক হলো জি বাংলার পর্দার জগদ্ধাত্রী।

ইদানিং স্টুডিও পড়ায় কান পাতলে শোনা যাচ্ছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ অর্থাৎ অঙ্কিতা এবং সৌমদ্বীপের রসায়ন অফ স্ক্রিনেও দারুন। অঙ্কিতাকে জিজ্ঞাসা করায় তিনি জানান তারা প্রায় সমবয়সী সকাল থেকে রাত পর্যন্ত শুটিং থাকে একসঙ্গে থাকে তাই তারা খুবই ভালো বন্ধু একে অপরের।

অপরদিকে সৌমদীপ জানিয়েছেন সবাই তাদের নামে গুজব রটাচ্ছেন তারা একে অপরের খুবই ভালো বন্ধু। দুজনেরই কেরিয়ার শোরুম মডেলিং দিয়ে। অনেক সময় দর্শকরা ধারাবাহিক দেখতে দেখতে ব্যক্তিগত জীবনের সঙ্গে গুলিয়ে ফেলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *