তালতলা সার্বজনীন দূর্গা পূজা- এর এবারের থিম ‘পিংলা চিত্রকথা’
TODAYS বাংলা: তালতলা সার্বজনীন দূর্গা পূজা এবারে ৩৫ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সত্যজিৎ রায়”। তবে এবারে তাদের থিম হল ‘পিংলা চিত্রকথা’। তাদের এই থিমের ভাবনার কারণ পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী পটচিত্র যা বিদেশ বিভূয়েও সমাদৃত। আলোকসজ্জায় রয়েছেন বাপি দলুই। শিল্পী হিসেবে রয়েছেন মৃদুলা রায়। বিশেষ অনুষ্ঠান এর আয়োজন হিসেবে রয়েছে পাড়ার বয়স্ক ব্যাক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন।