তাহলে কি সূর্য-দীপার সম্পর্ক ভাঙতে সফল হয়ে গেল মিশকা?
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।এই আনন্দের মুহূর্তে মিশকা এসেছে সেনগুপ্ত পরিবারে। সে এসে বলছে তার গর্ভে যে বেড়ে উঠছে সেও এই সেনগুপ্ত পরিবারের একটা অংশ। এটা শোনার পরে সকলের রীতিমতো মাথায় হাত। সূর্য বলছে তাকে বেস্ট ফ্রেন্ড এর জায়গাটা দিয়েছে সে এইভাবে সম্পর্কটাকে নষ্ট করছে।
মিশকাত যে প্রেগনেন্সি টেস্টে রিপোর্টটা এনেছে সেটা দেখে দীপা জানালো মিসকা কিছুদিন আগেই প্রেগনেন্ট হয়েছে কিন্তু সূর্য অনেক দিন ধরেই দীপার সঙ্গে রয়েছে আর আগে সূর্যর এতগুলো টেস্ট করিও নেগেটিভ এসেছিল তাহলে তার কি হল।
মিস্টার বাড়িতে এসেছে কবীরের স্ত্রী এবং দীপা। দীপা এসে মিশ কাকে জানাই সে যেন এই নোংরামি গুলো বন্ধ করে আসলে সে ঠিক কি চায়। উত্তরে দীপা জানাই সে শুধুমাত্র সূর্যকে চায় আর সে যেটা চায় সেটা পেয়ে থাকে উল্টে জানায় সে আগুন নিয়ে খেলা যেন বন্ধ করে।