March 23, 2025 | Sunday | 8:38 PM

তিরাশি বছর পর মাস্টার্স ডিগ্রি,সমাবর্তনে সেঞ্চুরি পার করা বৃদ্ধা!

0

বয়েস একটা সংখ্যামাত্র। আর সেটা ইতিমধ্যে বহুবার নানাভাবে প্রমাণিত। যেমন তিরাশি বছরেও চটুল গানে নাচতে দেখা গিয়েছে কারোকে। কেউ ম্যারাথনে অল্পবয়েসিদের সঙ্গে সমানে পাল্লা দিয়েছেন। আবার বাসে পরস্পরের ছবি তুলেছে চুটিয়ে।

কেউ আবার পরীক্ষায় পাস করে লাগিয়ে দিয়েছেন তাক। এমন কাণ্ড ঘটিয়ে উঠে এসেছেন খবরের শিরোনামে। ভার্জিনিয়া জিঞ্জার হিসলপ নামে মহিলা ১৯৩৬ সালে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুলে স্নাতক কোর্সে পড়াশোনা শুরু করেছিলেন।তিরাশি বছর ধরে লড়াইয়ের পর শেষপর্যন্ত হাসিল করলেন স্নাতকোত্তর ডিগ্রি। তাঁর বয়েস এখন একশো পাঁচ বছর। আর এবছর ষোল জুন তাঁকে সমাবর্তন অনুষ্ঠানে প্রদান করা হল ডিগ্রির শংসাপত্র।

সব মিলিয়ে মাস্টার্স ডিগ্রি পেতে তাঁকে চার দশক অপেক্ষা করতে হল। তবে সাফল্য পেতে অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয় হিসলপকে। থিসিস জমা দেওয়ার পর তাঁর বিয়ে হয়ে যায়। বিয়ের পরই হিসলপের স্বামী দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেন। এরপর হিসলপের পড়াশোনা ব্যাহত হয়। তবে সব বাধা কাটিয়ে মাস্টার্স ডিগ্রি পেতে লেগে যায় তিরাশি বছর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *