March 23, 2025 | Sunday | 1:10 AM

তিলোত্তমার জন্মদিনে বাংলা জুড়ে বিভিন্ন কর্মসূচি

0

ঠিক ৬ মাস আগে কলকাতা আর জি কর হসপিটালে কর্মরত অবস্থায় ধর্ষিতা হয়ে খুন হন আমাদের সকলের ঘরের মেয়ে তিলোত্তমা। সেই তিলোত্তমার আজ ৩২ তম জন্মদিন। সকলের চোখের জলে আজ সারা রাজ্য জুড়ে পালিত হবে তিলোত্তমার স্মরণসভা। আসুন, এক নজরে দেখে নি আজ তিলোত্তমার স্মরণে কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে।১.কলেজ স্কোয়ার থেকে আর.জি.কর – মহামিছিল – বিকেল ৩টে।২.যাদবপুর ৮বি – প্রতিবাদী কর্মসূচি – সন্ধ্যা ৭ টা যাদবপুর পুরাতনী উদ্যোগ।৩.বর্ধমান শহরে অভয়া মঞ্চের আহ্বানে মশাল মিছিল (বীরহাটা থেকে কার্জন গেট – বিকেল ৫ টা।৪.ঢাকুরিয়া – সন্ধ্যা ৬.৩০,ব্যাঙ্ক বাঁচাও-দেশ বাঁচাও কমিটি।৫.তিলোত্তমা বাহিনী- সিঁথি মোড় – সন্ধ্যে ৭ টায়।৬.বেহালা প্রতিবাদী মঞ্চের সহযোগী সংগঠন বিজ্ঞানমনস্ক, বেহালা- ঠাকুরপুকুর পোড়া অশ্বত্থতলা- রাত ৮টা- দ্রোহের আগুন জ্বালো।৭.তিলোত্তমা বাহিনী, চুঁচুড়া (হুগলী), – চুঁচুড়া ঘড়ির মোড়। সন্ধ্যা ৭টা।৮। নাগরিক সমাজ (পানিহাটি) সকাল ৭:৩০। নাটাগড়-তিলোত্তমার বাড়ির সামনে থেকে।৯। গড়িয়া মোড় । সন্ধ্যা – ৭ টা। তিলোত্তমা ন্যায় মঞ্চ।১০। নো মোর সাইলেন্স_বাগুইআটি নেতাজী মুর্তি_সন্ধ্যে ৭টা।১১। পাথর প্রতিমা হরিমন্দির বাজারে সন্ধ্যে ৬. ৩০ এ বিজ্ঞান মনস্ক ও AIPSF একসাথে জমায়েত ও পথসভার আয়োজন করেছে।১২। বনগাঁ তে বিজ্ঞান মনস্ক পশ্চিমবঙ্গ থেকে জিয়ালা গ্রামে পথসভা অনুষ্ঠিত হবে। ১৩। হোক প্রতিবাদ – ব্যারাকপুর সন্ধ্যা ৭ টা।১৪। বিধাননগর দত্তাবাদে, বিধান আবাসন সংলগ্ন স্থানে, বিকাল ৫ টায়, পোস্টার হাতে প্রতিবাদী জমায়েত ও মোমবাতি প্রজ্জ্বলন।১৫। ধুবুলিয়া রেল বাজার (নদিয়া কৃষ্ণনগর- ২ ব্লক)।১৬। ধাড়সা জগাছা প্রতিবাদী মঞ্চ, ধাড়সা সাতাশী প্রতিবাদী মঞ্চ, সাঁতরাগাছি জগাছা প্রতিবাদী মঞ্চ, হাওড়া, রাত ৭টা।১৭। রামরাজাতলা নাগরিক মঞ্চ, অভিজিৎ মিত্র মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটি, হাওড়া, রাত ৭টা।১৮। বাংলার অভয়া – রুবি মোড় – স্বাস্থ্য শিবির, রাজডাঙা মেন রোড, ইন্দু পার্ক, ১২ টা।১৯। জনস্বাস্থ্য কমিটি, ঠাকুরপুকুর বড়িশা, সকাল ১০ টা, ওস্তাদজী পাড়া, ঘড়ি কোম্পানীর কাছে (ফুলগাছ রোপন ও প্রতিবাদ সভা)।২০। জনস্বাস্থ্য কমিটি। সকাল ৯:৩০ ও ডি আর সি গেট,১৩২ নং ওয়ার্ড।২১। অভয়া ক্লিনিক, অভয়া মঞ্চ, মেদিনীপুর, রবীন্দ্র মুর্তি। দুপুর ১২ টা।প্রতীকী অনশন – সকাল ১০ টা২২। চন্দননগর নাগরিক সমাজের ডাকে সন্ধ্যে ৬টায় চন্দননগর স্ট্র্যান্ডে জোড়াঘাট চত্বরে সমাবেশ।২৩। শ্রীরামপুর বটতলা, ৩ টে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *