December 8, 2024 | Sunday | 3:26 AM

তিস্তার ভাঙ্গনে একাধিক গ্রাম আতঙ্কে ভুগছে!

0

TODAYS বাংলা: তিস্তার ভয়াল গ্রাসে গ্রামের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে। তিস্তা নদীর ভাঙনের জেরে ধংসের মুখে পড়েছে জলপাইগুড়ির দুটি গ্রাম। আর বেশ কয়েকটি গ্রাম আতঙ্কে ভুগছে। পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের।তার জেরে ধংসের মুখে পড়তে চলেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চমকডাঙ্গি এবং লালটং বস্তির দুই গ্রাম।

পরিস্থিতি আরও ঘোরালো হলে সাজানো গ্রাম দুটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
জলপাইগুড়ির মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ‘‌প্রশাসনের পক্ষ থেকে এই গ্রাম দুটোকে রক্ষা করতে হবে। গ্রামের মানুষজনকে আগে নিরাপদ স্থানে সরিয়ে তারপর পরিকল্পনা ছকা হবে। লালটং গ্রামের প্রায় ৩৭টি পরিবার এবং চমকডাঙিতে প্রায় ৮২টি পরিবারের সদস্যরা আতঙ্কে ভুগছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *